মাগুরা সংবাদদাতা
সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে মাগুরায় বুধবার বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

বেলা ১১টায় কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের ভায়না মোড়, চৌরঙ্গী প্রদক্ষিণ শেষে কেশব মোড়ে গিয়ে শেষ হয়।

পরে বিশ্ব মানবাধিকার ফাউণ্ডেশন মাগুরা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালমা খাতুন।

বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আব্বাস আলী, মোহাম্মদ মিশুক পারভেজ, আসিফ, সাগর ও আখি খাতুন। বক্তারা বিশ্ব মানবাধিকারের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।

অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়জ ফাউন্ডেশন (আসফ), মাগুরা জেলা কমিটি “হে বিশ্ববাসী, সুন্দর পৃথিবীতে আমরা সকলেই সকলের প্রতি আন্তরিক হই” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করে।

সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার সুরক্ষা, আইনকে সম্মান ও দেশপ্রেমের প্রতি সবাইকে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version