মাগুরা জেলা সংবাদদাতা
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিকেল সাড়ে চারটার দিকে শহরের ভায়না মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ইসলামপুর পাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘খুনিদের দ্রুত গ্রেপ্তার কর’, ‘রাজনৈতিক হত্যা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান দেয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম বলেন, “দেশে বিরোধী মত দমনে একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটছে। বিচারহীনতার সংস্কৃতিই এসব নৃশংস ঘটনার মূল কারণ। মুসাব্বির হত্যার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।”
সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু বলেন, “এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলকে ভীত-সন্ত্রস্ত করার অপচেষ্টা চলছে। কিন্তু নেতাকর্মীরা ভয় পায় না। মুসাব্বিরের রক্ত আমরা কখনোই বৃথা যেতে দেব না।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নিহত মুসাব্বিরের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
