বেনাপোল সংবাদদাতা

বেনাপোল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তার ইমরান হোসেন যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা এবং যশোর এমএম কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, ৫ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রলীগ নেতা ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল আমে।

এসময় স্থানীয়রা তাকে বেনাপোলের ভবেরবেড় এলাকা থেকে আটক করে। পরে তাকে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে। ইমরানকে শনিবার সকালে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

ছাত্রলীগ নেতা ইমরান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের বাড়িতে বোমা হামলার সময় নেতৃত্ব দেন। এছাড়া গত ৪ আগস্ট বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততা ছিল।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version