বিবি প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে হারুন অর রশিদ (৫৩) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরতলীর শেখহাটি বিশ্বাস পাড়া এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় মঙ্গলবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
আহত হারুন অর রশিদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঝিনাইদহ মহেশপুরের তালসা গ্রামের সাদিকুলসহ (২৬) অজ্ঞাত ৪-৫ জন সোমবার রাত ১১টার দিকে তার বাড়িতে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের অনান্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, তার বাম পাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাযুক্ত।

Share.
Exit mobile version