বাংলার ভোর প্রতিবেক

যশোরে ট্রেন থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গত ৫ এপ্রিল বেনাপোল-খুলনাগামি বেতনা এক্সপ্রেসে এই ঘটনার পরে পুলিশ খুলনা জিআরপি থানায় মামলা করেছেন। আটকরা হলো, বেনাপোলের গয়ড়া গ্রামের হাসান আলী ও লিটন হোসেন।

খুলনা রেলওয়ের গোয়েন্দা শাখার এএসআই ইউসুফ আলী মামলায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল থেকে খুলনাগামি বেতনা এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী অভিযান চালানো হয়।

এ সময় নাভারণ রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে চলন্ত ওই ট্রেনে অভিযানকালে ওই দুইজনকে আটক করা হয়। তাদের কাছে থাকা দুইটি স্কুল ব্যাগের মধ্যে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এই ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মামলা দিয়ে ৬ এপ্রিল আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version