বাংলার ভোর প্রতিবেদক
নানা আয়োজনে যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে শহরের মণিহার এলাকায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে, বেলা ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার রওনক জাহান, যুদ্ধকালিন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি ও বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসি বেগম। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান।
দিবসটি উপলক্ষে সকালে শহরের মণিহার বাসস্ট্যান্ড প্রাঙ্গনে বিজয়স্তম্ভে শতাধিক প্রতিষ্ঠানের পক্ষথেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন অফিস, যশোর মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল, বিএমএ যশোর, স্বাচিপ যশোর, পরিবেশ অধিদপ্তর, মৎস্য বিভাগ, গণপূর্ত অধিদপ্তর বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, জেলা পরিবার পরিকল্পনা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, এল.জি.ই.ডি, রেড ক্রিসেন্ট সোসাইটি, উপ মহাব্যবস্থাপক টেলিকম, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সড়ক ও জনপদ বিভাগ, জেলা শিক্ষা অফিস, যশোর কেন্দ্রীয় কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিনিয়র জেলা নির্বাচন অফিসের কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশন, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, তুলা উন্নয়ন বোর্ড, অগ্রণী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জেলা সরকারি গণ গ্রন্থাগার, যশোর সরকারি এম.এম কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর সরকারি মহিলা কলেজ, যশোর জিলা স্কুল, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর সরকারি বালিকা বিদ্যালয়, বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়, বাংলাদেশ টেকনিক্যাল কলেজ, যশোর হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, দৈনিক স্পন্দন, দৈনিক কল্যাণ, লোকসমাজ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা, সম্মিলীত সাংস্কৃতিক জোট, যশোর ইনস্টিটিউট, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, তথ্য অফিস, জেলা পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ, সনাতন ধর্ম সংঘ, বাঁচতে শেখা যশোর, জয়তী সোসাইটি যশোর, এডাব যশোর, সদর উপজেলা বিএনপি, যশোর নগর বিএনপি, জেলা মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্রদল, বাসদ, জাসদ, জেলা জাকের পার্টি, জাসদ (জেএসডি), জাগপা, যশোর টেট্রড ইউনিয়ন কেন্দ্র, পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন, বাম গণতান্ত্রিক জোট, মটর পার্টস ব্যবসায়ী সমিতি যশোর, যশোর ফল ব্যবসায়ী সমিতি, উদীচী শিল্পীগোষ্ঠী, সুরবিতান সঙ্গীত একাডেমি, কিংশুক, চাঁদের হাট, মাইকেল সংগীত একাডেমী, পুনশ্চ যশোরসহ নানা সংগঠন।
এদিকে, শামস-উল হুদা স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান। কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল প্রমুখ।
অপরদিকে, যবিপ্রবির মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সূর্যোদয়ক্ষণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সকাল ১০টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে যশোর শহরের মণিহারে বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের প্রধান সড়ক ও বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন (রুটিন দায়িত্ব) ও প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নুর আলম, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. কোরবান আলী, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়াউল আমিন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে ছাত্র হলগুলোর আবাসিক বনাম অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক বনাম কর্মকর্তা, কর্মচারী বনাম কর্মচারীদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট এবং নারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে বাস্কেটে বল নিক্ষেপ খেলা আগামী ১৬ ও ১৯ এপ্রিল দুই দিনব্যাপি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।