বিবি প্রতিবেদক
গতকাল বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা শাখার কর্মী সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি কৌশিক রায়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাবির আহম্মেদ জুবেল ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি পলাশ বিশ্বাস। জেলা কমিটির সভাপতি কৌশিক রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, সদস্য সুমন পোদ্দার, অর্ক বিশ্বাস, প্রিয়ব্রত ধর প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস।
সভায় নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের জনগণ যে ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের ভিতর আছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে একদিকে দেশের জনগণের নাভিশ্বাস, শিক্ষা ও চিকিৎসার মত মৌলিক অধিকারগুলোকে পণ্যে রূপান্তরিত করা হয়েছে। আরেকদিকে জনগণের সম্পূর্ণ অসম্মতিতে শাসকগোষ্ঠী বিভিন্ন সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তিসমূহের সমর্থনে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। যার ফলশ্রুতিতে জনজীবন ক্রমাগত বিপর্যস্ত হয়ে উঠছে। সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে নেতৃবৃন্দ চলমান আন্দোলন বেগবান করার লক্ষ্যে একটি একমুখী, বিজ্ঞানভিত্তিক, জনগণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে বিপ্লবী ধারার ছাত্র আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মী সভায় উপস্থিত নেতৃবৃন্দের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ১৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হয়েছেন, রায়হান বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক সুমন পোদ্দার, রজিবুল হাসান ও মোহাম্মদ সাহাব।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা