বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল কাদেরের ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, ‘গ্রামাঞ্চলে আমাদের দলের মহিলা কর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে এবং নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছেন।
শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে এ ধরনের অপ্রীতিকর ঘটনার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে যশোর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের বলেন, যশোরে বর্তমানে কিছু সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে চলাফেরা করছে।
তারা আগে ফ্যাসিবাদ আওয়ামী লীগ রাজনৈতিক দলের সংঘবদ্ধ সন্ত্রাসী হিসেবে কাজ করত, এখন অন্য একটি রাজনৈতিক সংগঠনের ছত্রছায়ায় থেকে একই ধরনের কার্যক্রম চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, এ বিষয়ে জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়েছে উল্লেখ করে আব্দুল কাদের বলেন, এখনই কার্যকর ব্যবস্থা না নেয়া হলে এর প্রভাব নির্বাচনের মাঠে পড়বে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কুদ্দুস, রেজাউল করিম, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজা প্রমুখ।
