বাংলার ভোর প্রতিবেদক
যশোরে হেরোইনের মামলায় ঝিকরগাছার মাদক কারবারি জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার স্পেশাল জেলা ও দায়রা জজ এসএম নূরুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলম ঝিকরগাছা উপজেলার গঙ্গাধরপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শার্শা থানা পুলিশ জানতে পারে নাভারণ সাতক্ষীরা মোড়ে এক মাদক কারবারি হেরোইন নিয়ে অবস্থান করছেন। সাথে অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে পুলিশ জাহাঙ্গীরকে আটক করে। পরে তার লুঙ্গির কোচা থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই মোশাররফ হোসেন ২০১৬ সালের ৩১ অক্টোবর জাহাঙ্গীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সর্বশেষ রোববার মামলার রায় ঘোষণার সময় বিচারক জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ জারি করেন।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version