বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ৬২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি ও র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার সকালে বেনাপোল সীমান্তে যৌথ অভিযানে বাহাদরপুর এলাকা থেকে গাঁজাসহ এই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ধান্যখোলা বিওপি এবং র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের টহলদল বাহাদুরপুর গ্রামে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক, ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল এবং বিজিবি’র কোম্পানী কমাণ্ডার সুবেদার নিতিশ চন্দ্র এর নেতৃত্বে এলাকার সাগরের বাড়ি তল্লাশিকালে ঘরের মধ্যে থেকে ভারতীয় ৬২ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে বাহাদুরপুর গ্রামের জসীম (৩৮), সাগর (৩৫) ও দুর্গাপুর গ্রামের ইমরান(২৯)। আটক আসামিদেরকে গাঁজাসহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version