বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের রবীন্দ্রনাথ (আরএন) সড়ক এলাকা ব্যবসা বাণিজ্যের জন্য সারাদেশে সু পরিচিত নাম। এই এলাকার ব্যবসায়ীরা বিভিন্ন সময় মানবিক কার্যক্রম পরিচালনা করে ইতিমধ্যে সকল শ্রেণি পেশার মানুষের কাছে মানবতার উদাহরণ সৃষ্টি করেছেন। এখানকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষেরা শুধু বাণিজ্যিক চিন্তা করেন না।
দেশের বিভিন্ন সংকটে, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকেন। সেবার হাত বাড়িয়ে দেন চেনা শহর থেকে অচেনা শহরের অসহায় মানুষের কাছে। সেই ধারাবাহিকতায় এবার বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন আর এন রোডের ব্যবসায়ীবৃন্দ। কয়েক দিনের প্রস্তুতিতে দুই হাজারের অধিক বন্যা কবলিত মানুষের জন্য খাবার, কাপড় ও ডাক্তার পাঠিয়েছেন তারা। এই সব মালামাল কুমিল্লা সেনানিবাসে পাঠিয়েছেন বন্যা কবলিত কুমিল্লাবাসির জন্য।
বৃহস্পতিবার রাতে আরএন রোড নতুন বাজারে অবস্থিত অস্থায়ী ত্রাণ সংগ্রহ ক্যাম্প থেকে এই ত্রাণবাহী ট্রাক কুমিল্লা সেনানিবাসের উদ্দেশে রওনা হয়। এসময় ত্রানের সাথে জড়িন স্বেচ্ছাসেবকরা ত্রাণের মালামাল ট্রাকে বোঝায় দিয়ে দেন।
ত্রাণবাহী ট্রাক যাওয়ার আগে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, বর্তমান দেশের বন্যা দূর্গত মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আরএন রোডের মোটরপার্টসসহ অন্যান্য ব্যবসায়ীরা দেশের এ সংকটময় মুহূর্তে বানভাসি অসহায় মানুষের সাহায্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে আমরা দুই হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছি। প্রতি প্যাকেটে ৬শ টাকার মতো বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে।
এর মধ্যে ৩ কেজি চাল, এক কেজি আলু, ৫০০ গ্রাম পেঁয়াজ, সয়াবিন তেল, মসুর ডাল, লবণ, ৫ প্যাকেট খাওয়ার স্যালাইন, ৩০০ গ্রামের টোস্ট বিস্কুটের প্যাকেট, দুই লিটার মিনারেল ওয়াটার, গ্যাস লাইট ও মোমবাতি। এছাড়া প্যাকেটের বাইরে শুকনো খাবার হিসেবে চিড়া, মুড়ি, গুড় ও জরুরি ব্যবহারের জন্য কাপড় দেয়া হয়েছে।