বাংলার ভোর প্রতিবেদক

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর শাখার উদ্যোগে যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।

বুধবার সকালে হাসপাতাল কতৃপক্ষকের কাছে তিনটি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়াতের হাতে ফ্যান হস্তান্তর করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর জেলা সভাপতি ডা. শরীফুজ্জামান রঞ্জু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি ডা. আনিছুর রহমান, ডা. মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ ডা. শের আলী, ডা. শাপলু, ডা. জসিম উদ্দিন প্রমুখ।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, হাসপাতালে রোগীদের সুচিকিৎসা দেয়ার জন্য সকল ডাক্তার ও স্টাফগণ বদ্ধপরিকর।

এ সময় ডা. শরীফুজ্জামান রঞ্জু বলেন, আগামী দিন হাসপাতালের যে কোন সমস্যায় ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ। তিনি হাসপাতালের সকল ডাক্তার, নার্স এবং কর্মচারীদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে আরো আন্তরিক হওয়ার আহ্বান করেন।।

Share.
Exit mobile version