বাংলার ভোর প্রতিবেদক

যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের জাতীয়তাবাদি ছাত্রদলের প্রাক্তন নেতাকর্মীদের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে প্রাক্তন ছাত্রদলের নেতাকর্মীরা পলিটেকনিক ইন্সটিটিউটের অডিটরিয়ামে জড়ো হতে থাকেন। পরে একই স্থানে সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তারা ক্যাম্পাসের স্মৃতিচারণ করেন। উপস্থিত ছিলেন যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদলের সাবেক নেতা ও যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র ও যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল হোসেন, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার পরশ প্রমুখ।

এ উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রীতি ভলিবল, ক্রিকেট ও ফুটবল ম্যাচের আয়োজন ছিল।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version