বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আনোয়ার প্রচারণা চালিয়েছেন।
মঙ্গলবার বিকেলে তিনি শহরের মুজিব সড়কের কালেক্টরেট মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি ব্যবসায়ীদের মাঝে লিটলেট বিতরণ করে নিজের জন্য ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, প্রচার সম্পাদক চান মিয়া, কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দীন পেটনিয়া, সাধারণ সম্পাদক নেছার আহম্মেদ মুন্না, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন, ব্যবসায়ী নাজিম উদ্দীন, আসাদুজ্জামান মানিক প্রমুখ।