শার্শা সংবাদদাতা

যশোরের শার্শায় জুলাই বিপ্লব, সংস্কার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টার সময় জাতীয় নাগরিক পাটির আয়োজনে শার্শা উপজেলা অডিটোরিয়াম  আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণ অঞ্চল) সাকিব শাহরিয়ার।

এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির সদস্য ইয়াহিয়া জিসান।

এছাড়া যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক রাশেদ খান, বিশিষ্ট লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তক বেনজিন খান, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, শহিদ জাবেরের পিতা নওশের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version