বংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শায় শাহনাজ আক্তার লিমা (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী ঘরের আঁড়ার সাথে ফাঁস লাগিয়ে লাগিয়ে আত্মহত্যা করেছেন। গত (৮ মে) সন্ধ্যায় শার্শা উপজেলার জিরেনগাছা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহানাজ আক্তার লিমা জিরেনগাছা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামশেদ আলীর স্ত্রী ও পার্শ্ববর্তী কাজিরবেড় এলাকার আব্দুল আজিজের মেয়ে।
লিমার পিতা আব্দুল আজিজ জানান, জিরেনগাছা গ্রামের জামশের আলীর সাথে তার মেয়ে শাহানাজ আক্তার লিমার বিয়ে দেয়। দাম্পত্য জীবনে তাদের ৩টা সন্তান রয়েছে। ৮/৯ মাস হলো পরিবারে স্বচ্ছলতা ফেরাতে জামাই জামসেদ মালয়েশিয়ায় পাড়ি জমান।এরপর তাদের মধ্যে নানান বিষয় নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়।এতে আমার মেয়ে মানসিক অশান্তিতে ভুগতে থাকে।ঘটনার দিন লিমা তার শয়ন কক্ষে ঘুমানোর জন্য যায়। পরে সন্ধ্যা হয়ে গেলেও তার কোন সাড়া শব্দ না পেয়ে তাকে ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে দেখতে পাই। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে রুমে প্রবেশ করে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।