বাংলার ভোর ডেস্ক
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে বুধবার মাগুরার শালিখায় এবং সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। আমাদের সংবাদদাতাদের
পাঠানো রিপোর্ট-
শালিখা প্রতিনিধি জানান, সিএনআরএস-সিডা-বিফোআরএল প্রকল্পের উদ্যোগে সুইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের আওতায় শালিখা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, আড়পাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আড়পাড়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষসহ হাজারো লোকের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা প্রাঙ্গন থেকে শুরু করে শালিখা কানুদার খাল সংলগ্ন ইকোপার্কে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হরেকৃষ্ণ অধিকারী দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং খুব শীঘ্রই স্থানীয়দের সাথে নিয়ে বিডি ক্লীন’র সহযোগিতায় কানুদার খালের দুই কিলোমিটার কচুরিপানা পরিস্কার করা হবে বলে জানান। আলোচনা শেষে শালিখা ইকোপার্কে সিএনআরএস-সিডা-বিফোরআরএল প্রকল্প কর্তৃক প্রদানকৃত ৫০০ টি বনজ গাছের চারা রোপণের মাধ্যমে দিবসের কার্যক্রম শেষ হয়। এ সময় আরও ২০০ টি বনজ গাছের চারা সরবরাহ করা হয়েছে।
শ্যামনগর সংবাদদাতা জানান, সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় শেষ হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা রিপন, মহিলা ভাই চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
এ সময় আরো উপস্থিত ছিলেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর ক্লাইমেট এডভোকেট আবু রায়হান, রোকোনুজ্জামান মুন্না, আবু রাথান, হেনা পারভীন সহ সকল ক্লাইমেট এডভোকেট সদস্য ও কমিউনিটি মবিলাইজার শফিকুল ইসলাম, তানিয়া সুলতানা, মরিয়ম খাতুন। ফিল্ড অর্গানাইজার রেজাউল করিম,ফিল্ড অফিসার মোস্তফা সাগর ও কেস ম্যানেজমেন্ট অফিসার মেহেদী হাসান, উপজেলার অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।