ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। স্বাভাবিক ও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দেন ফাহিমা। তবে তিনটি সন্তান জন্মের পর দুশ্চিন্তায় পড়েছেন কৃষক সোহেল রানা ও তার পরিবার। সোহেল উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে জন্ম হয় ওই তিন শিশুর। একসাথে তিন পুত্র সন্তান জন্ম হলেও অর্থনৈতিক কারণে সুখের হাসি হাসতে পারছেন না ওই দম্পত্তি। এক কন্যা ও সদ্যজাত তিন সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন মা ফাহিমা।
ফাহিমার বোন শামীমা খাতুন জানান, ফাহিমার স্বামী দরিদ্র কৃষক। তিনটি শিশুসন্তান সুস্থ থাকার পাশাপাশি তাদের মা-ও সুস্থ আছেন। তবে বাচ্চার ওজন কম থাকায় শিশু ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
নবজাতকের মা ফাহিমা খাতুন বলেন, একসাথে তিনটি সন্তানকে পেয়ে অনেক খুশি হলেও শঙ্কায় আছি কিভাবে বাচ্চাগুলো মানুষ করবো। আমার স্বামী একজন গরীব কৃষক। আমার সন্তান পেটে আসা থেকে শুরু করে আমার পিছনে চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ করেছে। ‘অর্থনৈতিক সমস্যায় আমরা ভুগছি’। চারটি সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
ঝিনাইদহ সদর হাসপাতালের শিশুরোগ বিষয়ক সিনিয়র কনসালটেন্ট ডা. আনোয়ারুল ইসলাম জানান, তিন নবজাতক বুধবার দুপুরে স্বাভাবিক ও সিজারিয়ান আপারেশনের মাধ্যমে ভুমিষ্ঠ হয়েছে। মা সুস্থ থাকলেও নির্দিষ্ট সময়ের আগে বাচ্চাগুলো জন্মগ্রহণ করায় তাদের ওজন অনেক কম ও শ^াসকষ্ট রয়েছে। এসব বাচ্চা কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছি বাচ্চাগুলোকে সুস্থ করার জন্য।
শিরোনাম:
- জমির শ্রেণি জটিলতায় মিলছে না বাড়ির প্লান অনুমোদন, ভোগান্তির শিকার ক্রেতারা
- বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : তৃপ্তি
- বেনাপোল-পেট্রাপোলে সন্ধ্যা ৬ টার পর আমদানি-রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা
- যশোরে রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
- তালায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
- ‘বিএনপির নামে যারা অপর্কম করছে, তারা প্রকৃতপক্ষে অন্য দলের লোক’
- প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বিচার বিভাগের আলাদা সচিবালয় : রেজিস্ট্রার জেনারেল
- যশোরে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন হিসাব সহকারী দুর্নীতির বরপুত্র মহাসিন আলী

