সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়ের সহধর্মীনি শামীমা আক্তার স্বপ্না (৪৬) মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)
মৃত্যুকালে তিনি স্বামী ও এক পুত্র কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার মরহুমা শামীমা আক্তার স্বপ্নার নামাজে জানাজা বাদ জোহর যশোর ঝুমঝুমপুরস্থ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর যশোর কারবালা কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
এদিকে, সাংবাদিক শহিদ জয়ের সহধর্মীনির মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, কার্য নির্বাহী সদস্য হানিফ ডাকুয়াসহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

