সাতক্ষীরা সংবাদদাতা

সাফ অনুর্ধ্ব-১৯ নারী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক আফিঈদা খন্দকার প্রন্তিকে বরণ করে নিয়েছে সাতক্ষীরাবাসী।

আজ (বুধবার) বেলা সাড়ে ১১ টায় তালতলা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে বরণ করে নেন জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

এরপর সুসজ্জিত গাড়িতে করে প্রন্তিকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা। এ সময় তাকে একঝলক দেখতে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উষ্ণ সংবর্ধনা শেষে প্রন্তি বলেন, সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনও কল্পনা করতে পারিনি। পবিত্র রমজান মাসেও আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত।

সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। আমাকে আমার বাবা মা সব সময়ে আমাকে অনুপ্রেরণা যুগিয়েছ বলেই আমি আজ এখানে পৌঁছাতে পেরেছি। পরিবারের সকলের পাশাপাশি সাতক্ষীরাবাসীর সর্মথন ছিলো। আমি সাতক্ষীরার মেয়ে হয়েও বিশ্বের কাছে আমার দেশের নাম খেলার মাধ্যমে উপস্থাপন করতে পেরে আমি গর্বিত।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী, কার্যনির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, ক্রীড়া সংগঠক কাজী কামরুজ্জামান, শিমুন সামস, জেসমিন আক্তার চন্দন, প্রন্তি পিতা খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version