বাংলার ভোর প্রতিবেদক
পলিটেকনিক ইনস্টিটিউটের ১০ম গ্রেডের পদে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে ১০ দফা দাবি সংবলিত এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে অর্ধশতাধিক শিক্ষার্থী পলিটেকনিক ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান। স্মারকলিপি প্রদান শেষে তারা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর দীর্ঘমেয়াদি ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে তারা যে দক্ষতা অর্জন করেন, তা উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের ১০ম গ্রেডে চাকরির সুযোগ দেয়া একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ন হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের দাবি, পূর্বে কারিগরি খাতের ১০ম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। সম্প্রতি নীতিমালা পরিবর্তনের মাধ্যমে বিএসসি ডিগ্রিধারীদের একই গ্রেডে নিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইমামুল হোসেন, মেহেদী হাসান মাহিন, মুতাসিম মাশরাফিসহ অর্ধশতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী।
শিরোনাম:
- যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
- রাজারহাটে ট্রাকচাপায় প্রাণ কোম্পানির কর্মী নিহত
- ভোটে উৎসবমুখর দিন হবে ইনশাআল্লাহ : সাতক্ষীরা রিটার্নিং কর্মকর্তা
- নির্বাচিত হলে দেখা করতে মিডিয়া লাগবেনা : ড. মনিরুজ্জামান
- যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পিকনিক অনুষ্ঠিত
- আমি নির্বাচিত হলে মাদক মুক্ত ও খাল খনন করবো : হাবিব
- ‘যারা স্বাধীনতা চায়নি তারা এখন এমপি-মন্ত্রী হতে চায়’
- সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা
