খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কায়েম আলী বিশ্বাস (৮০) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এক ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
আজ (বৃহস্পতিবার) বাদ আসর বন্দবিলা পশ্চিমপাড়ায় মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে শিক্ষক কায়েম আলী চিকিৎসাধীন অবস্থায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
মরহুমের পৌত্র হাফেজ মোহাম্মদ মুন্নার পরিচালনায় নামাজে জানাজায় বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, আওয়ামী লীগ নেতা রোস্তম আলী মোল্যা, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীলু পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা রুবেল রানা, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব সেলিম রেজা বাদশা, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূট্টো, মরহুমের নাতি শামীম আক্তার, রাকিব হাসান শাওন, নাজমুস সাকিব আকাশ প্রমুখ।
এছাড়া, শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে আসেন, বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়, বন্দবিলা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাড. দেবাশীষ রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
শিরোনাম:
- যশোর পাউবোর রেস্টহাউজে নারী নিয়ে ধরা এক ওসি : মোটা টাকায় রফা !
- ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের প্রত্যয় সোহাগের
- নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোটকে বিজয়ী করুন : অধ্যাপক গোলাম রসুল
- সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলী আসগার লবীর মতবিনিময়
- কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়কসহ ৪ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা
- অভয়নগরে যুবকের মরদেহ উদ্ধার
- যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক