কেশবপুর পৌর প্রতিনিধি
কেশবপুরে হরমোনযুক্ত বিষাক্ত অপরিপক্ক কুল বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা বলে অভিযোগ উঠেছে।
কেশবপুর পৌর শহরে স্বর্ণপট্টিতে বিভিন্ন প্রকার ফল বিক্রেতা সুব্রত কুন্ডু জানান, আমাদের অঞ্চলে সাধারণত পরিপক্ক কুল খাওয়ার উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। উপজেলার ঘের ভেড়ির মালিকরা ঘেরের পাড়ে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের কুল চাষ করে থাকেন। তাছাড়া উপজেলার সর্বত্রই কুল চাষ করে থাকে। বিলখুকশিয়া বিলে হাজার হাজার বিঘার জমির ঘেরের পাড়ে বাণিজ্যিকভাবে কুল চাষ করে থাকে ঘের ব্যবসায়ীরা। এ বছর কুলের ভালো ফলন হয়েছে। অসাধু ব্যবসায়ীরা ঘেরের পাড়ে জমির মালিকদের কাছ থেকে পাইকারি দরে আগাম কুল বাগান কিনে থাকে। অতিরিক্ত মুনাফা লাভের আশায় ওই সকল অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ক কুল বাগানে বিষযুক্ত হরমোন স্প্রে করে ফলকে আকর্ষণী করে তুলে তা অধিক মূল্যে বাজারজাত করে চলেছে।
পৌর শহরে ফলবিক্রেতা সুব্রত কুন্ডু এ প্রতিনিধিকে বলেন, এই সকল কুল খাওয়ার উপযুক্ত সময় এখনো হয়নি। অসাধু পাইকারি ব্যবসায়ীরা অধিক লাভের আশায় বিষাক্ত হরমোন স্প্রে করা কুলবোরই খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। এক কেজি নারকেল কুল ও আপেল কুল তারা বিক্রি করছে ১২০ টাকা। সচেতন ক্রেতা সাধারণ অপরিপক্ক কুল বাজারে বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন।
শিরোনাম:
- ‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’
- ২২ এপ্রিল ভবদহ পরিদর্শনে আসছেন দুই উপদেষ্টা
- যশোরে টিআরসি নিয়োগ পরীক্ষা : প্রথম দিন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
- বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
- পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় ক্যাম্পেইন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- শেকড়ের উদ্যোগে শিশুদের ফল উৎসব
- যশোরে গ্রাম আদালত প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- যশোরে সচেতন ওলামা সমাজের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প