বাংলার ভোর প্রতিবেদক, ঝিকরগাছা
এক দিনের ব্যবধানে প্রতি পিস গোলাপের দাম কমেছে ৮ টাকা পর্যন্ত। হঠাৎ দরপতন হওয়ায় অনেক কৃষক গোলাপ বাড়িতে ফেরত নিয়ে গেছেন। বিশ^ ভালোবাসা দিবস ও বসন্তবরণ উৎসব ঘিরে চাষিদের স্বপ্ন রঙিন হলেও একদিনের ব্যবধানে তা ফিকে হয়েছে। এটি ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি মোকামের আজকের চিত্র।
মোকাম সংশ্লিষ্টদের দাবি, গতকাল ২৩০ জন চাষি ফুল বিক্রি করতে আসেন। তারা ৩ লাখ পিস গোলাপ ফুল বিক্রি করেন। রোববারের তুলনায় গোলাপ ফুলের দাম প্রতি পিসে কমেছে ৬ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত। ভারত থেকে গোলাপ আমদানির গুঞ্জনে ফুলের বাজারে দরপতন হয়েছে বলে ধারণা পাইকারী ও চাষিদের।
গতকাল গদখালী ফুল মোকামে গিয়ে দেখা যায়, ভোর বেলা থেকে হরেক রকমের ফুল নিয়ে হাজির হয়েছেন চাষিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দরকষাকষির মাধ্যমে ফুল কিনছেন। এদিন বাজারে গোলাপ ফুলের দাম কমেছে প্রতি পিসে ৬ টাকা থেকে ৮ টাকা পর্যন্ত। এতে হতাশ চাষিরা।
হাড়িয়া নিমতলার নয়ন হোসেন বলেন, এক বিঘা গোলাপের চাষ রয়েছে। রোববার ব্যাপারি বাড়িতে গিয়ে প্রতি পিস ২২ টাকা বলে আসলেও গতকাল বাজারে আনলে বিক্রি হয়নি। তাই আমার ৮শ’ পিস ফুল বাড়িতে ফেরত নিয়ে যাচ্ছি।
একই গ্রামের রুবেল হোসেন বলেন, অসময়ের বৃষ্টির কারণে দুই বিঘা জমিতে মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকার ফুল বিক্রি করেছি। শুনছি ভারতীয় ফুল আমদানি করা হচ্ছে। এজন্য আমাদের ফুলের দাম কমে যাচ্ছে। ভারতীয় ফুল না আনা হলে আমরা কিছু টাকা পেতাম।
পটুয়াপাড়া গ্রামের লাল্টু হোসেন বলেন, ২৬ টাকার গোলাপ আজ ১৬ টাকা করে বিক্রি করতে হলো। এতে আমার এক হাজার ফুলে দশ হাজার টাকা কম হলো।
ঝিনাইদহের কালীগঞ্জের থেকে মোকামে আসা পাইকারী ব্যবসায়ী প্রদীপ সাহা বলেন, আমি রোববার কিছু ফুল আমদানি করেছিলাম। তবে যে জাতীয় ফুল আমদানি করেছি, তা আমাদের দেশে হয় না। তাছাড়া চাষিরা যতই দাম পাক, তারা চায় আরো দাম। সরকার ফুল আমদানিতে অতিরিক্ত করারোপ করায় আমদানি একেবারে কমে গেছে।
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিম বলেন, অসময়ে বৃষ্টিতে গোলাপ ফুলচাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে উৎসব ঘিরে চড়াও দামে ফুল বিক্রি করতে পেরে কিছুটা ক্ষতি কাটিয়ে উঠছিলেন। কিন্তু অসাধু ব্যবসায়ীরা ফুল আমদানি করায় গোলাপের দাম সোমবার কম গেছে। এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শিরোনাম:
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার
- শ্যামনগর ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
- মানসিক সুস্থতা এবং আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম