নড়াইল প্রতিনিধি
নড়াইল সদরসহ কালিয়া নড়াগাতী ও লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা। নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ৬৪টি ইট ভাটা থাকলেও নামমাত্র লাইসেন্স আছে ৫টি। তাও আবার পরিবেশ দূষণে প্রতিকারে নেই কোন ব্যাবস্থা।
জেলার বিভিন্ন ইট ভাটা ঘুরে দেখা যায় বেশিরভাগ ইট ভাটা গড়ে উঠেছে জন ও ঘনবসতিপূর্ণ এলাকায়, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার খুব কাছেই। শুধু তাই নয়, সরকারি নীতিমালা উপেক্ষা করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই ব্যবহার করা হচ্ছে ব্যারেল চিমনি ও কাঁচা জ¦ালানি কাঠ।
নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরের এমনটা তথ্যের ভিত্তিতে গত ১ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম কালিয়া উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে পাটকেলবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১০টির মধ্যে ৯টি অনুমোদনহীন অবৈধ ইট ভাটা ভেঙে দেন এবং ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এসব ইট ভাটার মালিক ও ম্যানেজাররা সাংবাদিকদের বলেন, যে সকল আইনি ব্যাখ্যায় আমাদের ইট ভাটা ভেঙে ফেলে জরিমানা আদায় করা হয়েছে তাতে করে জেলায় একটি ইট ভাটাও বৈধ নয়।
এ বিষয়ে জয়নগর এআরবি ব্রিকসের মালিক রুবেল ও তাসলিমের কাছে জানতে চাইলে বলেন, আমাদের এ সকল ভাটা মালিক সমিতির সভাপতি তাসিন ব্রিকসের মালিক সোহেল। তিনিই ইট ভাটা থেকে টাকা পয়সা আদায় করে সাংবাদিক, পুলিশ, জেলা পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর মেন্টেন করে এসব ভাটা পরিচালনা করেন।
এ বিষয়ে ১৩ ফেব্রুয়ারি দুপুরে নড়াইল জেলা পরিবেশ অধিদপ্তরে উপপরিচালক মোহাম্মদ আব্দুল মালেক মিয়ার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, জেলায় মোট ছোট বড়, ঝিকঝাঁকসহ মধ্যে ৫টি ভাটার লাইসেন্স আছে, ২২টা ভাটার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। অন্যদে কোন কাগজপত্র বা ছাড়পত্র নাই। তিনি আরও বলেন, জেলার একমাত্র এ অফিসে আমরা মাত্র দু’ জন কর্মরত। জনবল সংকটের কারণে আমরা এসব অবৈধ ইট ভাটায় সঠিক ভাবে অভিযান পরিচালনা করতে পারছি না।
এদিকে, ইটভাটা থেকে আর্থিক সুবিধা নেয়ার বিষয়টি অস্বীকার করে উপপরিচালক আব্দুল মালেক মিয়া বলেন, সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরো বলেন, আমি বা আমার অফিসের কোন লোক ইট ভাটা থেকে কোন অর্থ লেনদেন করেছেন জানলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- নারী বিভাগে চ্যাম্পিয়ন রিপন অটোস স্পোর্টস একাডেমি
- যশোর নগর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ৮৬৪ রোগী
- সুন্দরবনে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- নাগরিক শোকসভায় বক্তারা : সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্
- বিধবার ঘরের দরজা আটকে মাদক সেবন মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব