বাংলার ভোর প্রতিবেদক
চাষাবাদের জন্য ভবদহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নেয়া প্রকল্পগুলো কোন সুফল পাচ্ছে না কৃষকরা। যার ফলে অভয়নগর ও মনিরামপুর উপজেলাতে ভবদহ এলাকাতে কিছুটা চাষাবাদ করা গেলেও কেশবপুরে ১১শ’ হেক্টর জমি অনাবাদি রয়েছে। সুফল পায় এমন প্রকল্প নেয়ার দাবি উঠেছে। আজ (রোববার) যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার। তিনি আরও জানান, যশোরে ঐতিহ্য খেজুরের গুড় জিআই স্বীকৃতি পেয়েছে এটা আনন্দের খবর। কিন্তু চুইঝালও কিন্তু আমাদের যশোরের পণ্য। ফলে এটাও জিআই স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করা উচিত।
গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
সভায় ইতিহাস ঐতিহ্যের ধারক যশোর জেলা পরিষদ ভবন ধংস নয়; বরং সংস্কার করে আধুনিকায়ন করার দাবি জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, ‘যশোরের ঐতিহ্যবাহী ভবন জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়। ইতিহাস ঐতিহ্যের সাক্ষীর জন্য জেলা প্রশাসকের কার্যালয় নান্দনিক করে আধুনিকায়ন করা হয়েছে। কিন্তু জেলা পরিষদ ভবন ভাঙ্গার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এটা অব্যশই নিন্দনীয় কাজ। এই ভবনটা সংস্কার করা উচিত। কিন্ত পরিষদের কর্তৃপক্ষ সেটা না করে এটার সৌন্দর্য নষ্ট করেছে। ভবনের পাশে জায়গা সংকুচিত করে মার্কেট নির্মাণ করেছে। সামনে অবৈধ দোকানপাট বসিয়ে এটার সৌন্দর্য নষ্ট করেছে। জেলা পরিষদের কি টাকার এতো অভাব হয়েছে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন তিনি। একই সাথে জেলা পরিষদের পাশে সাহিত্য পরিষদ ভবন ভেঙ্গে ফেলায় সাহিত্য চর্চা নষ্ট করেছে জেলা পরিষদ অভিযোগ করেন তিনি। এছাড়া শহরের অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা ও হাসপাতাল চত্বরে অবেধ রিকসা ইজিবাইক স্ট্যান্ড গড়ে উঠেছে। যার কারণে পথচারী ও রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। তার পরেও দায়িত্বরত কর্তৃপক্ষদের এসব বিষয়ে কোন পদক্ষেপ নেয়ার কোন উদ্যোগ দেখছি না। জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতার এসব অভিযোগ জেলা প্রশাসক সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষদের দ্রুত সমাধানের তাগিদ দেন।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তাদের তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ^াস বলেন, ‘যশোরে ডেঙ্গু ও ডায়রিয়া স্বাভাবিক রয়েছে। তবে সারা বিশে^ করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট দেখা দিয়েছে। যশোরে এই ভেরিয়েন্ট রক্ষার্থে যশোর বেনাপোল বন্দর থেকে আসা যাত্রীদের পরীক্ষা করেই প্রবেশ করতে হচ্ছে। এছাড়া সরকার আবারও সারাদেশে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু করবে। যশোরও প্রস্তুতি নিচ্ছে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ‘শহরে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। ফুটপাত দখল করে ব্যবসা করছে। এটা নিরাসনে কারোও কোন উদ্যোগ নেই। হাসপাতাল চত্বরও একই অবস্থা।
যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সম্মত কোন টয়লেট নেই। টয়লেটে হাটু সমান পানি থাকে। বলা যায়, চিকিৎসা সেবার কোন পরিবেশ নেই এই হাসপাতালে। দ্রুত তিনি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ‘যশোরে মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত স্থানগুলো তালিকা করে সেগুলোর সংরক্ষণের সিন্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমরা এমন কোন স্থান খুঁজে পাচ্ছি না বা কোন তালিকা পায়নি। কোন সংস্থা তালিকা দিলেও সংশ্লিষ্ঠদেও সাথে এটা সংরক্ষণ করা হবে। শহরের মণিহার চত্বরে বিজয় স্বম্ভ সংস্কার কাজ শেষ পর্যায়ে। সংস্কার করে সৌন্দর্য্য বন্ধন করে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে। তিনি জানান,‘ যশোরের গদখালি ফুলের রাজ্য পর্যটন কেন্দ্র ঘোষণা করা যেতে পারে। এই কারণে এই সড়কগুলো সংস্কার করে প্রশস্ত করা যেতে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘জেলা পরিষদ ভবন আমাদের ঐতিহ্য। এটা সরকারের পক্ষ থেকে ভাঙ্গার সিন্ধান্ত হয়েছে; আবার জনগণও এটা ভাঙ্গার বিপক্ষে। সব বিষয়টি মাথায় রেখে আমরা সংশ্লিষ্ঠ বিভাগের সঙ্গে কথা বলা হবে। এছাড়া বিভিন্ন দপ্তরের মাধ্যমে যে সমস্যাগুলো চিহ্নত হয়েছে; সেটা দ্রুত সমাধান করা হবে।’
সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা সমাজসেবা বিষয়ক কর্মকর্তা অসীত কুমার, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, সাংবাদিক সাজ্জাদ গণি খান রিমন প্রমুখ।
Subscribe to Updates
শিরোনাম:
- একই সঙ্গে দুই কলেজের অধ্যক্ষ জাহিদুলের নজিরবিহীন দুর্নীতি
- অভয়নগরকে হারিয়ে ফাইনালে কালীগঞ্জ
- অফিস সহকারী পদে হেলালের এমপিওভুক্তি নিয়ে লুকোচুরি
- শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার
- উপশহর টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত
- ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে’
- যশোরে নতুন আঙ্গিকে ব্রাদার্স ফার্নিচার শো রুম উদ্বোধন
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস