বাংলার ভোর প্রতিবেদক
অমর একুশে বইমেলা ২০২৪-এ সর্বকনিষ্ঠ লেখক সানজারিন এলিনর তার ‘সানজারিনের উপকথা’ গল্পগ্রন্থের জন্য সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর থেকে ‘শিশুসাহিত্যে সম্মাননা স্মারক ২০২৪’ লাভ করেন।
গত সোমবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত ‘সানজারিনের উপকথা’ পরিচিতিকরণ অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার শিশুসাহিত্যিক সানজারিন এলিনরের হাতে ‘শিশুসাহিত্যে সম্মাননা স্মারক ২০২৪’ ও নগদ অর্থ তুলে দিলেন। তিনি এ ক্ষুদে লেখকের বইয়ে শুভেচ্ছা বাণী লিপিবদ্ধ করেন ও শুভাশিস জানান। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপস্থিত সকলকে শিশুদের বিষয়ে অধিক মনোযোগী হওয়ার ও আহ্বান জানান এবং তাদের সৃষ্টিকে উৎসাহিত করার ও গুরুত্ব দেয়ার কথা বলেন। একই সাথে তিনি দীর্ঘক্ষণ প্রশংসা করেন এ ক্ষুদে লেখকের গল্পপ্রতিভা নিয়ে। তার মধ্যে ভবিষ্যতের একজন বড় লেখকের প্রতিচ্ছবি দেখেছেন তিনি। তিনি বই থেকে কিছু অংশ পাঠ করে শোনান, শিহরিত হন এবং মুগ্ধতা প্রকাশ করেন। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপকবৃন্দ ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ শিশুসাহিত্যিকের বইয়ের প্রশংসা এবং শুভকামনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, সানজারিনের উপকথা বইটি করোনা মহামারিকালীন ও পরবর্তী সময়ে লকডাউন ও কোয়ারেনটাইনে গৃহবন্দি এক শিশুর ক্রমাগত বলে যাওয়া গল্পের সমাহার ঘটেছে। শিশুমনের অনুভূতি ও কল্পনার অনন্য সমন্বয় ঘটেছে এ গল্পে। সানজারিন এলিনরের বাবা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর সানজারিনের জন্য সকলের নিকট শুভকামনা প্রার্থনা করেছেন এবং বইটি শিশুদের পড়াবার জন্য অনুরোধ করেছেন।