বাংলার ভোর প্রতিবেদক
সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর মৌজায় এক ব্যবসায়ী তার নিজ জমিতে শপিং কমপ্লেক্স নির্মাণ করার উদ্যোগ নিলে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ দুই লাখ টাকা চাঁদাদাবি করে।
চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে প্রকাশ্যে মারপিট করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কোতয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলায় আসামি করেন, একই গ্রামের আজিজুর রহমান, আজিজুর রহমানের ছেলে জসিম উদ্দীন ও চৌগাছা উপজেলার কুটিপাড়া গ্রামের মিন্টু মিয়াসহ অজ্ঞাতনামা ৫/৬ জন।
মামলায় বাদী উল্লেখ করেন, তার আব্দুলপুর মৌজায় ১৪.১৯ শতাংশ কেনা জমিতে শপিং কমপ্লেক্স নির্মাণ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। এক মাস দরে আসামিরা উক্ত জমিতে ভবন বা শপিং কমপ্লেক্স নির্মাণ করতে বাঁধা দিয়ে বলছে যে তাদেরকে চা পানি খেতে কিছু খরচ দিতে হবে।
বাদী তাদেরকে ১ হাজার টাকা দিতে গেলে তারা নিতে অস্বীকার করে। বাদী গত ৫ মার্চ সকাল ৮ টায় একজন ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে জমিতে যেয়ে আর্কিটেকচারাল প্লান করার সময় উক্ত আসামিরাসহ অজ্ঞাতনামা ৫/৬জন বাদীর জমিতে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। জসিম উদ্দীন প্রাণনাশের হুমকি দিয়ে বলে উক্ত জমিতে নির্মাণ কাজ করতে হলে তাদেরকে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে।
অন্যথায় কোন কাজই করতে দিবে না বলে বাদীকে চড় থাপ্পড়, কিল মারতে থাকে। স্থানীয় লোকজনের সহায়তায় আসামিরা বাদীকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় হুমকি দেন অত্র বিষয় নিয়ে কোন মামলা মোকদ্দমা করলে বাদিকে জানে খুন করে ফেলবে। বাদি আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। থানায় এসে মামলা করেন।