শার্শা সংবাদদাতা
যশোরের শার্শার গোগা বাজারে মেসার্স জননী ফার্মেসি, বায়জিদ সাইকেল স্টোর ও আলমগীর মুদি স্টোরে চুরি সংঘটিত হয়েছে। বুধবার গভীর রাতে চোরেরা তিন দোকান থেকে নগদ দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
জননী ফার্মেসির মালিক আব্দুল হামিদ জানিয়েছেন, তিনি প্রতিদিনের মতো বেচাবিক্রি শেষে ক্যাশে নগদ ৭০ হাজার টাকাসহ বেশ কিছু খুচরা টাকা রেখে বাসায় যান। সকালে দোকান খুলে দেখেন ঘরের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে টাকা নিয়ে গেছে।
একই সময় আলমগীর স্টোরের দোকানের ভেন্টিলেটর ভেঙে চোরেরা নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া বায়েজিদ সাইকেল স্টোর নামের দোকান থেকে সাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।
এ ঘটনায় হতাশ ব্যবসায়ীরা। বিগত চেয়াম্যানের সময়ে নিরাপত্তার জন্য বাজারে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল।
কিন্তু তা কোনো কাজে আসছে না। বাজারে সিসিটিভি ও নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এক রাতে তিন দোকানে চুরির বিষয়টি ভাবিয়ে তুলেছে অন্য ব্যবসায়ীদের। তারা এখন আতঙ্কে রয়েছেন।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি (ওদন্ত) কাজী শহিদুল ইসলাম বলেন, এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।
অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।