বাংলার ভোর প্রতিবেদক
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর (সাধারণ ওয়ার্ড ৪, ৫ ও ৬ নিয়ে গঠিত) উপনির্বাচন সম্পন্ন হয়েছে। একই সাথে দেয়াড়া ইউনিয়নের ৫ নম্বর সাধারণ ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
উপশহর ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে ৫৪৫ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন কলম মার্কা শাহানারা পারভীন মনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হেলিকপ্টার মার্কার নাছিমা বেগম ৪৩৪ ভোট ও মাইক মার্কার রিনা পেয়েছেন ৩৪৩ ভোট। এই ওয়ার্ডে ৪ হাজার ৭৭২ ভোটারের মধ্যে এক হাজার ৩৪৪ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ২২ ভোট।
এদিকে, ভোটের ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী নাছিমা বেগমের বাড়ি ও তার প্রধান নির্বাচনী এজেন্ট শফি মোল্লার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।
শফি মোল্লা বলেন, ভোটের ফলাফল ঘোষণার পর পরাজিত অপর প্রার্থী রিনা আক্তারের কর্মী ও সমর্থকরা দুটি বোমা হামলা করেছে। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
অপরদিকে, দেয়াড়ার সাধারণ ৫ নম্বর ওয়ার্ডে ৩ হাজার ৩৪৭ ভোটারের মধ্যে ২ হাজার ১৮৫ ভোটার নিজেরেদ ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ২২ ভোট। বৈধ ভোট ২ হাজার ১৬৩। এ ওয়ার্ডে মোরগ মার্কার গোলাম রব্বানী ৮০২ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল মার্কার আব্দুল গফ্ফার লালু ৭৭৩ ভোট ও তালা মার্কার লিটন ৫৮৮ ভোট পেয়েছেন।