বাংলার ভোর ডেস্ক
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে দিয়েছে পরিবহনগুলো। শুক্রবার সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, যা চলবে শেষ না হওয়া পর্যন্ত।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ সকাল সন্ধ্যাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের বোর্ড সভার পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে গতকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
এবার ৫ থেকে ৬ দিনের লম্বা ছুটি পেতে পারে নগরবাসী। ঢাকার সব কাউন্টারেই টিকিট বিক্রি শুরু হয়েছে কি না জানতে চাইলে রমেশ চন্দ্র ঘোষ বলেন, “সায়েদাবাদ থেকে মানুষ তেমন অগ্রিম টিকিট কেনে না। আর আমাদের সংগঠনটা মূলত গাবতলিভিত্তিক।
তাই এদিক থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মানুষ অগ্রিম টিকিট কাটে। তাই তাদের জন্য আমরা আগেই বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়ে রেখেছি।
সকাল থেকেই আন্তঃজেলার সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “চাইলে অনলাইনেও অগ্রিম টিকিট কেনা যাবে।
সরকার নির্ধারিত মূল্যেই বাসের অগ্রিম টিকিট বিক্রি করার আশ্বাস দিয়ে রমেশ বলেন, এখন থেকে যতদিন পর্যন্ত ট্রিপ থাকবে ততদিন নিরবিচ্ছিন্নভাবে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।