সাতক্ষীরা সংবাদদাতা:
চুলা ধরানোর সময় সিলিণ্ডার থেকে বের হওয়া গ্যাসে আগুন ছড়িয়ে পড়ে দগ্ধ হওয়া কল্যাণী মণ্ডল তিন দিন পর মঙ্গলবার ভোরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার দুপুরে সাতক্ষীরা সদরের ধুলিহর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
বুধবার সকাল ৯টায় কল্যাণী মণ্ডলের লাশ তার পুরাতন সাতক্ষীরার বাড়িতে আনা হলে জেলা মন্দির সমিতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, জয়মাহপ্রভু সেবক সংঘের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন।
খুলনা ৫০০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. বিশ্বজিৎ মণ্ডল জানান, গত ৩১ মার্চ সকালে তার শ্বাশুড়ি নিজ বাড়িতে চুলা ধরাতে যেয়ে সিলিণ্ডারের মুখ থেকে নিঃসৃত গ্যাসে আগুন লেগে দগ্ধ হন। এ সময় তার আত্মীয় কাকলি সরদার ও গৃহপরিচারিকা দেবলা দেবনাথ ও স্বামী গুণীন্দ্রনাথ মণ্ডলও দগ্ধ হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী মণ্ডল ও দেবলা দেবনাথকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎিসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর তিনটার দিকে কল্যাণী মণ্ডল মারা যান।
শিরোনাম:
- শিক্ষার্থীদের ভালো মানুষ ও ভালো সমাজ গড়তে কাজ করার আহবান ডিসির
- নির্বাচন বিলম্বিত হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে
- নিহত ১৯, আহত দেড় শতাধিক, অধিকাংশই শিশু
- যশোরে ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে যৌথ অভিযান
- ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, অন্তত একজনের মৃত্যু
- মধ্যরাতে যশোরে ৯টি থানায় চালু হলো অনলাইন জিডি সেবা
- বোমা হামলার প্রতিবাদে নওয়াপাড়া নৌবন্দর ব্যবসায়ীদের ধর্মঘট ও মানববন্ধন
- বিএনপিতে কোন অনুপ্রবেশকারীর জায়গা নেই : অমিত