ইব্রাহিম সানা, পাইকগাছা
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। এজন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে সেই মানের হতে হবে। তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আলোকবর্তিকা, আলোকিত মানুষ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নিয়োগ বাণিজ্য আর কমিটি গঠন নিয়ে নোংরা রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে। তিনি ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন অতীতের স্মৃতিতে মানুষ ফিরে যেতে চায়, এর মাঝে মানুষের আবেগ অনুভূতি কাজ করে। আমারও ইচ্ছে করে ছাত্র জীবনের সেই অগ্নিঝরা দিনগুলোতে ফিরে যেতে।
তিনি পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বগুলার চক এ কে পি কে এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের দাবির বিষয়ে এমপি রশীদুজ্জামান বলেন প্রত্যন্ত এলাকার মানুষ গড়ার কাজ করছে বগুলার চক মাধ্যমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠানটির উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হবে, তবে তার আগে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।
‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’ প্রতিপাাদ্যে ঐতিহ্যের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের ১৯৬৫ থেকে ২০২৪ সালের প্রাক্তন ছাত্রছাত্রীরা এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী হিরণ্য চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অভয়নগরের উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সহকারী প্রধান শিক্ষক সুজন কুমার ঢালী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রাক্তন শিক্ষার্থী এস এম বাবর আলী, জিএম মিজানুর রহমান, রাশেদুল হাসান, সাদ্দাম হোসেন মিলন, মাওলা বক্স, সাদ্দাম হোসেন, বাহারুল ইসলাম, জন ডাল্টন, হাবিবুর রহমান, অনিন্দ্য সুন্দর মন্ডল, স্মৃতি বিলকিস নাহার, সুমন হোসেন, আজমল হোসেন, মুশফিকুর রহমান স্বজল, নাজমুল ইসলাম, তরুণ মন্ডল, মতিউর রহমান, আবু লাইচ, আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল মাহমুদ, আবু সাঈদ জয় ও মুজাহিদ হোসেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার আগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং স্মৃতিচারণমূলক অনুষ্ঠান হয়।