শ্রীপুর সংবাদদাতা
মাগুরার শ্রীপুরে আগামী ৮ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মী ভোট দিতে গেলে তাদের দলের কোনো কমিটিতে রাখা হবে না বলে হুঁশিয়ার করেছেন দায়িত্বশীল নেতারা।
বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা বিএনপি আয়োজিত বিশেষ সভায় এ নির্দেশনা দেওয়া হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি রেজাউল করীমের সঞ্চালনায় তার বাড়ির সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আখতার হোসেন, সদস্য মো. মনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপির কারও এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তারপরও যদি বিএনপির কেউ নির্দেশ অমান্য করে ভোট দিতে যান, তাহলে তাদের বিএনপির কোনো কমিটিতে রাখা হবে না। তারা কোনো পদেও থাকতে পারবেন না।