বাংলার ভোর প্রতিবেদক
যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন খুলনা জেলার রুপসা উপজেলার তালিমপুর গ্রামের বর্তমানে নৈহাটি দারোগাভিটা গ্রামের আব্দুল হালিম (৩৫), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের শিমুল শেখ ওরফে হৃদয় (২২), খুলনা জেলার তেরখাদা উপজেলার মিলন হালদার ওরফে হৃদয় (২৬) ও খুলনা জেলার রুপসা উপজেলার চররুপসা গ্রামের বর্তমানে জয়পুর ইলাহিপুর গ্রামের আবুল কালাম শেখ (৪০)। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ টি গাভি গরু, ১ টি পিকআপ গাড়ি, ২ জোড়া স্বর্নের কানের দুল, ১ টি এলইডি টিভি ও ১ টি পানির পাম্প।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, তথ্য প্রযুক্তি মাধ্যমে আসামিদের সনাক্ত করে এস আই শামিম হোসেনের নেতৃত্বে বাগেরহাট ও খুলনা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়। অভিযানে আরো অংশ নেয় এস আই শফি আহমেদ রিয়েল, এ এস আই রঞ্জন কুমার বসু, কনসটেবল আব্দুল বাতেন, নাজমুল খান, মিটুল, সামছুজ্জোহা, ইসমাইলসহ চৌকস টিম।
ঘটনার বিবরণে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামিম হোসেন জানান, ২৭ এপ্রিল গভীর রাতে মনিরামপুর উপজেলার বাগডোব গ্রামে আতিয়ার রহমানের বাড়িতে অজ্ঞাত ৩ ডাকাত ঘরে ঢুকে পিছন থেকে আতিয়ারকে জাপটে ধরে। আতিয়ারের চিৎকার ডাকাতরা তার মুখ চেপে ধরে ও মারপিট করে। ধস্তাধস্তির শব্দ শুনে আতিয়ারের স্ত্রী ঘুম থেকে জেগে যায়। এ সময় ডাকাতরা আতিয়ার ও তার স্ত্রীকে বেধে ফেলে। ডাকাতরা আতিয়ারের বসতঘরের আলমারি থেকে বিভিন্ন স্বর্ণালংকার, দুইটি বিদেশি টর্চলাইট, একটি বাটন মোবাইল, একটি ভিভো মোবাইল, নগদ টাকা, একটিটি এলইডি টিভি বসতঘরে থাকা ব্যবহার্য মালামাল নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় আতিয়ারের গোয়াল ঘর থেকে ০১টি কালো-সাদা রংয়ের জার্সি গাভী ও ০১টি লাল সিন্দি গাভী, ০১টি বৈদ্যুতিক পানির মোটর লুন্ঠন করে নিয়ে যায়। এই ঘটনায় আতিয়ার রহমান (৬৩) মনিরামপুর থানায় মামলা করেন। মামলা নম্বর-৩। তারিখ ০২.৫.২০২৪ ইং। ধারা-৩৯২ পেনাল কোড রুজু হয়। লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য মামলাটির তদন্তভার অর্পন করা হয়। এরই ধারাবাহিকতায় ডিবি অভিযান চালিয়ে আসামিদের আটকসহ মালামাল উদ্ধার করে।
শিরোনাম:
- মে মাসজুড়ে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’
- যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল ভিতরে-বাইরে যানজটে নাকাল
- ফ্যাসিস্টের নির্যাতনের শিকার সকলেই বিএনপি পরিবারের সদস্য : অমিত
- ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে মহিলাদের অসামান্য অবদান রয়েছে : অধ্যাপক নার্গিস বেগম
- যশোরে আদালতে চুরির সময় যুবক আটক, গণপিটুনি
- যশোরে শয়তানের নিঃশ্বাস প্রয়োগে ইজিবাইক নিয়ে চম্পট
- ডুমুরিয়ায় আওয়ামী দোসরকে পুলিশে সোপর্দ
- বন্ধুদের সাথে খালের পানিতে গোসলে নেমে লাশ হয়ে ফিরলেন আব্দুর রহমান