বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পাট চাষিদের নিয়ে উচ্চ ফলনশীল পাট বিজ উৎপাদন, চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এ কর্মশালার আয়োজন করে। বিজেএ’র কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও খুলনা জেলা পাট পরিদর্শক মুজিবুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম সরোয়ার, পাট গবেষণা উপকেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, বিপিসি’র সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি অফিসার হাসান আলী, জেলা পাট উন্নয়ন অফিসার উজ্জ্বল কান্তি বিশ্বাস, বিজেএ’র সহকারী সচিব দেবাশীষ ভট্টাচার্য্য, উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা বিনয় মন্ডল প্রমুখ। কর্মশালায় সদর উপজেলার অন্ততঃ ৫০ জন পাট চাষি অংশ নেন।