ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিচ-পাথরের জমাট বাঁধা উঁচু ঢিবিগুলো এক্সকাভেটর দিয়ে কেটে সমান করার কাজ চলছে। মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ কাজ করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ব্যবস্থাপক বিমান বিশ্বাস বলেন, এ কাজ তাদের চলমান ছিল। তবে মঙ্গলবার আরও কিছু কাজ করা হয়েছে। তিনি আশা করছেন, দুই থেকে তিন দিনের মধ্যে অনেকটা কাজ শেষ হবে। আর আগামী এক মাসের মধ্যে স্থায়ীভাবে সমাধান করতে পারবেন।
ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহ অংশের প্রায় ১৫ কিলোমিটারের বিভিন্ন স্থানে পিচ-পাথর জমাট বেঁধে উঁচু ঢিবি তৈরি হয়েছে। এ কারণে যান চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। স্থানগুলোর মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছিল ওই সড়কের চুটলিয়া, তেঁতুলতলা, বিষয়খালী, গড়িয়ালা, কয়ারগাছি, খয়েরতলাসহ কয়েকটি স্থান। এই উঁচু ঢিবি দিয়ে গাড়িগুলো চলছিল হেলেদুলে। ছোট গাড়িগুলোর চলার উপায় ছিল না। দুই বছর পূর্বে সড়ক সংস্কার করার ছয় মাস যেতে না যেতেই এ অবস্থা শুরু হয়, যা সড়ক বিভাগের পক্ষ থেকে মেরামত করা হলেও দু-চার দিন যেতে না যেতেই আবার পূর্বের অবস্থা দেখা দেয়। গত দুই সপ্তাহ সড়কের অবস্থা খুবই খারাপ হয়ে যান চলাচলে মারাত্মক ঝুঁকি দেখা দেয়।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশিত হলে মঙ্গলবার দিনভর উঁচু ঢিবিগুলো কেটে সমান করতে দেখা যায়। সকালে কালীগঞ্জে খয়েরতলা, দুপুরে কয়ারগাছি ও বিষয়খালীতে ছয় লেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করে। এক্সকাভেটর দিয়ে সড়কের উঁচু ঢিবিগুলো কেটে সমান করে যান চলাচলের নির্বিঘ্ন করা হচ্ছে। তবে এখনো তেঁতুলতলা, চুটলিয়াসহ বেশ কয়েকটি এলাকায় আগের অবস্থাই রয়ে গেছে। এগুলো দু-তিন দিনের মধ্যে কেটে সমান করা হবে বলে জানানো হয়েছে।
ওই সড়কে চলাচলকারী একটি ট্রাকের চালক মিজানুর রহমান বলেন, ‘খবরের কাগজে সংবাদ ওঠায় তারা এখন দৌঁড়াদৌঁড়ি করছে। এত দিন এটা দেখার কেউ কি ছিল না? যাদের এটা দেখার দায়িত্ব, তারা এত দিন কোথায় ছিলেন?’
এ বিষয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ বলেন, ‘উইকেয়ার সেকশন (ফেজ-১)-এর ছয় লেন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ফলে বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান দেখছে। তারাই সড়কটি আপাতত চলাচলের উপযোগী করার কাজ করছে।’
ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের প্রজেক্ট ব্যবস্থাপক বিমান বিশ্বাস বলেন, তারা মাঝেমধ্যেই সংস্কার কাজ করে যাচ্ছেন। মঙ্গলবারও কালীগঞ্জের খয়েরতলা, সদর উপজেলার কয়ারগাছি ও বিষয়খালীতে কাজ করেছেন। বাকি স্থানগুলো দু-তিন দিনের মধ্যে ভালো করতে পারবেন বলে তিনি জানান। তিনি বলেন, বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন। তিনি আশা করছেন, আগামী এক মাসের মধ্যে সড়কের উঁচু-নিচু সমান করতে পারবেন।