ঝিকরগাছা সংবাদদাতা
বুধবার রাতে যশোরের ঝিকরগাছায় ২৫ কুইন্টালরাগ বোঝাই বিষাক্ত পাক আম ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালতের আদেশে ওই আম ট্রাকের চাকায় পিষ্ট করে গোবিন্দ ভোগ ও হিমসাগর জাতের অপরিপক্ক আম নষ্ট করে দেয়া হয়।
ঝিকরগাছা থানার পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টার সময় গোপন সংবাদের মাধ্যমে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা ব্রিজের কাছে শার্শা উপজেলার বেলতলা থেকে ঢাকাগামী মিনি ট্রাকে (ঢাকা মেট্রো ১১-৮৪৮) ১২৮ ক্যারেট বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা পাকা আম আটক হয়। প্রতিটি ক্যারেটে ২০ কেজি করে সর্বমোট ২৫ কুইন্টাল ৬০ কেজি অপরিপক্ক আম পাওয়া যায়। আটক আমগুলো বুধবার (৮ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাকের টাকায় পিষ্ট করে নষ্ট করে দেয়া হয়। একই সাথে মিনি ট্রাকের ড্রাইভার এবং হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল। এ সময় তার সাথে ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, থানার সেকেন্ড অফিসার এসআই মোকলেছুজ্জামান,উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেউপস্থিত ছিলেন।