বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে যশোর পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুকে জয়ী করার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। শুক্রবার সন্ধ্যায় শহরের বকচর হুশতলা এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, যশোর শহর আজ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের শহর হতে চলেছে। তাই এ ক্ষেত্রে আপনারা যদি সঠিক নেতা নির্বাচনে ব্যর্থ হন তাহলে যশোর শহর সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে। এখানে সাধারণ মানুষ বসবাস করতে পারবে না। এ কারণে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক হয়েছি যাতে করে আমরা যশের শহরকে সন্ত্রাসী মুক্ত করতে পারি এবং সরকারি সকল অনুদান আপনাদের মাঝে বিতরণ করতে পারি।
মতবিনিময় সভায় প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার বলেন, নির্বাচনে এমন একজন প্রার্থীকে বিজয়ী করতে হবে যে আপনাদের সুখ-দুঃখে পাশে থাকবে। কোথা থেকে কে এসে টাকা ছড়াচ্ছে এটা বিবেচনায় নেবেন না। যারা রাজনীতি করে এসে নির্বাচন করছে তাদের উপজেলা নির্বাচনে বিজয়ী করবেন।
সভায় নেতৃবৃন্দ চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর সাথে ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আর মিলিকেও বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ ইলিয়াসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহামুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগ সদস্য গোলাম মো¯ত্মফা, রেজাউল ইসলাম, আনোয়ার হোসেন মো¯ত্মাক, মোয়াজ্জেম হোসেন, সামিরুল ইসলাম পিয়াস, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল আলম মিন্টু, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউসুফ শাহীদ, পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমন, প্রমুখ।