বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সদরের কচুয়া ও হামিদপুরে গণসমাবেশ করেছেন। মঙ্গলবার বিকেলে কচুয়া ইউনিয়নের পূর্বআভাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশে ফাতেমা আনোয়ার বলেন, সবসময় জনগণের পাশে থাকতে চাই। এজন্য একটি জায়গা দরকার, যেখান থেকে সহজে মানুষের উন্নয়ন করা যায়। সেটি হলো উপজেলা পরিষদ। আমি যদি জয়লাভ করতে পারি, তাহলে অবশ্যই উপজেলাবাসীর জন্য কাজ করবো।
ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক নওশের আলী গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস, কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, সদস্য ইবাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, আমির হোসেন, সদর উপজেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান, সাবেক মেম্বার ইদ্রিস আলী প্রমুখ।
এদিকে সন্ধ্যায় হামিদপুর স্কুলমাঠে নির্বাচনী গণসমাবেশ করেন ফাতেমা আনোয়ার। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ যশোর জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস, সদর উপজেলা যুবমহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেখা খাতুন প্রমুখ।