বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
শাসক নয়, জনগণের সেবক হতে চান উল্লেখ করে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বলেন, তিনি নির্বাচিত হলে যশোর সদরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তার দরজা সবসময় সবার জন্য খোলা থাকবে। সব কাজে তিনি নারীদের প্রাধান্য দেবেন। একই সাথে তিনি যশোরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলে তাদের পরামর্শ নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবেন বলে জানান।
নির্বাচনী ইশতেহারে ফাতেমা আনোয়ার উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকর বাস্তবায়নে সচেষ্ট পদক্ষেপ নেয়া হবে। উপজেলা পরিষদ পরিচালনার সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করা হবে। সামাজিক সাম্য এবং সুবিচার নিশ্চিত করা হবে। প্রতিটি ইউনিয়নে আধুনিক সকল সুযোগ সুবিধা গ্রহণে বাস্তব পদক্ষেপ নেয়া হবে। প্রতিটি পাড়া-মহল্লার মানুষের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করবে।
সদর উপজেলার প্রত্যেক নাগরিক দ্বিধা ছাড়াই তাদের সুবিধা-অসুবিধার কথা বলতে পারবেন। রাষ্ট্রীয় সকল প্রকার ভাতা যথাযথ মানুষের কাছে পৌঁছে দেয়র ব্যবস্থা নেয়া হবে। প্রান্তিক কৃষকদের কৃষি উপকরণ সরবরাহ এবং সরকার প্রদত্ত ভর্তুকি প্রকৃত কৃষকদের বন্টনের ব্যবস্থা করবেন।
খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশ তৈরিতে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সুষ্ঠ পরিবেশ তৈরিতে প্রশাসন ও এলাকার মুরব্বিদের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। জনকল্যাণমুখী, জবাবদিহিতামূলক, দক্ষ ও স্মার্ট পরিষদ গড়ে তোলার প্রচেষ্টা করবো। বিজয়ী হলে উপজেলার সব রকমের সরকারি বরাদ্দ প্রাপ্তি ও বরাদ্দের অর্থ খরচের স্বচ্ছতা নিশ্চিতকরণ। নারীর কর্মসংস্থান, শিক্ষা, সুস্বাস্থ্য নিশ্চিত করা হবে। শিশু স্বাস্থ্য নিশ্চিত করব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাড. আকরাম হোসেন, অ্যাড. আফজাল হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস প্রমুখ।