বাংলার ভোর প্রতিবেদক
ভালো চাকরির প্রলোভন দিয়ে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে থানায় মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার শহরের ষষ্টিতলা সিডফল টাওয়ার এলাকার আব্দুর রশিদ মামলাটি করেছেন। মামলায় আসামি করা হয়েছে, মাগুরা সদর উপজেলার জয়পুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে মালোয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস, হাট গোপালপুর গ্রামের রতনের মেয়ে রুপালী, যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোহাগ হোসেন ওরফে হৃদয় ও বড়খুদড়া গ্রামের শিশির পালের ছেলে প্রকাশ পাল।
মামলায় বলা হয়েছে অভিযুক্ত আলমগীর হোসেন বাদীর শ্যালিকার ছেলে। জান্নাতুল ফেরদৌস আলমগীরের স্ত্রী। অন্যান্য আসামিরা তাদের সহযোগী। আলমগীর হোসেন মালয়েশিয়াতে থাকে। বিদেশ থাকাকালে আলমগীর হোসেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মাধ্যমে ফোন করে বাদীর ছেলে এএসএম রেজোয়ানকে (৩১) থাইল্যান্ডে ৫শ’ ডলার বাংলা টাকায় ৬০ হাজার টাকা বেতনে চাকরি দেয়ার কথা বলে। আলমগীর হোসেন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বাদীর নিকটতম আত্মীয় হওয়ায় বাদী আসামিদের কথায় রাজি হয়ে ছেলেকে বিদেশ পাঠাতে প্রস্তুতি নেয়। তাই নগদ ৭ লাখ টাকা লাগবে বলে বাদীকে জানালে গত ২০ জানুয়ারি প্রথমে ৫০ হাজার টাকা পরবর্তীতে পর্যায়ক্রমে নগদ ও ব্যাংক চেকের মাধ্যমে সর্বমোট চার লাখ টাকা প্রদান করে। টাকা প্রদান করার পর বাদীর ছেলেকে ঢাকা বিমানবন্দরে নিয়ে ভ্রমণের ভুয়া ভিসা ও জাল বিমানের টিকিট প্রদান করে। পরবর্তীতে টাকা ফেরত চাইলে বাদীকে আসামিরা প্রাণনাশের হুমকি দেয়।