কপিলমুনি সংবাদদাতা
পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের চিংড়ি মাছ প্রতীকের পক্ষে লতা ইউপিতে প্রচারণামূলক লিফলেট বিতরণ
করেছেন তার অনুসারীরা। সোমবার বিকেলে উপজেলার লতা, কাটামারী ও শামুকপোতা বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে চিংড়ী মাছ প্রতীকের লিফলেট বিতরণ পূর্বক ভোট প্রার্থনা করেন তারা।
ছাত্র রাজনীতি থেকে হাতেখড়ির মাধ্যমে আনন্দ মোহন বিশ্বাস আজ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে চিংড়ি মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আগামী ২৯ মের নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় আপামর জনসাধারণ। সেই ১৯৮৮ সাল থেকে বণাঢ্য রাজনৈতিক জীবনে কোন কালিমা ছুতে পারেনি তাকে। আজও পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যথাযথ অংশগ্রহণ করে চলেছেন তিনি।