বাংলার ভোর প্রতিবেদক
আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচন উপলক্ষে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সোমবার সন্ধ্যায় দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী গণসমাবেশ করেছেন।
সেখানে তিনি বলেন, আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করুন। আর পাঁচ বছর আপনাদের সেবা বুঝে নেবেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম।
দেয়াড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. শিপনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান।
এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, সদর উপজেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক রেবেকো সুলতানা রেখা প্রমুখ।
একই দিন চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সকাল থেকে দুপুর পর্যন্ত রামনগর, চাঁচড়া ইউনিয়নে ও রাতে শহরে গণসংযোগ করেন।