বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে করেছেন চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। সোমবার জেলার রিটার্নিং অফিসার বরাবর তিনি এ অভিযোগে করেন।
লিখিত অভিযোগে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেছেন, ৩য় ধাপে অনুষ্ঠিতব্য যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে আনারস মার্কা নিয়ে নির্বাচন করছেন। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ নির্বাচনে তার পছন্দের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেন বিপুলের দোয়াত কলম মার্কার পক্ষে নির্বাচনী আচরণ ভঙ্গ করে যশোরে আগমন করছেন। সাংসদ তার পছন্দের প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে মঙ্গলবার (২১ মে) তার নিজ বাড়িতে যশোর সদর উপজেলার সকল পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন।
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তার পছন্দের প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে কোন প্রকার প্রভাব বিস্তার এবং আগামী ২৯ তারিখের আগে যশোরে আগমন করতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।