বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শা ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনটি উপজেলাতেই ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। বিরতিহীনভাবে ইভিএম’এ ২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে এদিন ভোট দেবেন ভোটাররা। উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১।
যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের ৮টি (একটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চৌগাছায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
শার্শা ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৭৩৫ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শার্শায় ১১জন প্রার্থী,ঝিকরগাছায় ১১জন ও চৌগাছায় ৭ জন প্রার্থী। সুষ্ঠ সুন্দরভাবে ভোট দিতে পেরে খুশি ভোটারা। প্রিসাইডিং অফিসাররা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়েছে। দিন বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে।