বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সাড়ে ৫টায় কেশবপুর উপজেলার ত্রিমহণী বাজার মোড়ে ঘেরের জমির মালিকগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে দু’শতাধিক জমির মালিক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা জানান, কেশবপুরের বিল বলধালির প্রায় ৪৫০ বিঘা জমির একটি ঘের রয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও তার সহযোগী সেলিমুজ্জামান আসাদ এ ঘেরের ইজারাদার ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় ঘেরের ২১৪ জন জমির মালিক নতুন করে জাহাঙ্গীর আলমকে ইজারা দেন। এরপর জাহাঙ্গীর আলম বৈধ প্রক্রিয়ায় কয়েক লাখ টাকার মাছের পোনা ছাড়েন। পাশাপাশি দিয়ে ঘেরের পাড় বাধার কাজ শুরু করেন।
কিন্তু কেশবপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও তার সহযোগী সেলিমুজ্জামান আসাদ মৎস্য ঘেরটি জোর করে দখলে নেয়ার অপচেষ্টা করে আসছে। তিনি পুরানো ডিডের স্বাক্ষর জালিয়াতি করে নতুন করে ডিড তৈরি করে ঘের দখলের জন্য প্রভাব বিস্তার করেছেন। এমনকি নানাভাবে হুমকি দিচ্ছেন। জাহাঙ্গীর আলম ঘের ছাড়তে রাজি না হওয়ায় থানা পুলিশকে ব্যবহার করে চাপ দিচ্ছে। ঘের না ছাড়লে তাকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। এমন কি থানার মধ্যেই পুলিশ কর্মকর্তারা জাহাঙ্গীর আলমকে ক্রসফায়ারে দিয়ে লাশ গুম করারও হুমকি দিয়েছে। যে কারণে জাহাঙ্গীর আলম কেশবপুর থানার ওসি, মফিজুর রহমান ও সেলিমুজ্জামানের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলা তুলে না নিলে উপজেলা চেয়ারম্যান ও তার লোকজন জাহাঙ্গীর আলমকে হত্যার ঘোষণা দেন। এজন্য ঘেরের নতুন ইজারাদার ও জমির মালিকগণ মানববন্ধন থেকে তাদের নিরাপত্তার দাবি জানান।