সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় আলফাজ নামের এক প্রতারকের বিরুদ্ধে নব দিগন্ত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি থেকে ৪০ লাখ টাকা ঋণ নিয়ে সভাপতির স্বাক্ষর জাল করে আত্মসাৎ চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি ২০১৯ সালে কলারোয়া উপজেলাস্থ নব দিগান্ত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি থেকে ৪০ লাখ টাকার ঋন গ্রহণ করেন কয়লা গ্রামের আলফাজ হোসেন। তিনি সমবায় সমিতিতে তার নিজ হিসাব বইয়ের একটি পাতায় স্বাক্ষর করে সমিতিতে জামানত রেখে রূপালী ব্যাংক কলারোয়া শাখা থেকে ৪০ লাখ টাকা গ্রহণ করেন। যা মাসিক কিস্তিতে পরিশোধের কথা থাকলেও তিনি টাকা না দেয়ার জন্য ভাবে তালবাহানা করতে থাকেন।
একপর্যায়ে লোহাকুড়া এলাকার বাড়ি বিক্রি করে টাকা পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে বাড়িটির মূল্য ২২ লাখ টাকা ধার্য্য করে প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রি করে দেয়া বকেয়া টাকা মাসিক কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু বছরের পর বছর কিস্তির টাকা পরিশোধ না করে উল্টো সমিতির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন আফজাল।
এ ঘটনায় কলারোয়ার নব দিগন্ত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মফিজুল ইসলাম লাবলু বলেন, দীর্ঘ ৫ বছর অতিবাহিত হলেও আফজাল টাকা দিবে না বলে আমার স্বাক্ষর জাল করে একটি স্ট্যাম্পে ১০ লাখ টাকা লিখে উল্টো সমিতির কাছে টাকা পাবে বলে অপপ্রচার চালাচ্ছে।
আগামী ২৯ মে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এই বিষয়টিকে পুঁজি করে আমার নির্বাচনী প্রতিপক্ষ আফজালকে ব্যবহার করে কোন প্রকার প্রমাণ ছাড়াই টাকা পাবে দাবি করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ বিষয় আফজাল হোসেনের মুঠোফোনে ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।