বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এক নারীকে চেতনানাশক স্প্রে করে সোনার গহনা, টাকা ও মোবাইল ফোনসহ ২ লাখ ৩৬ হাজার টাকার মালামাল নিয়ে চম্পটের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ভুক্তভোগি যশোর কুইন্স হসপিটালের মেডিকেল টেকনোলজিস্ট রিপা খাতুন এ ঘটনায় মামলা করেন। রিপা চৌগাছার সুখপুকুরিয়া গ্রামের মেয়ে কিন্তু শহরের জেলরোডে ভাড়া থাকেন।
তিনি এজাহারে উল্লেখ করেছেন, গত ৭ এপ্রিল ডিউটি শেষে বিকেল সোয়া চারটার দিকে ভাড়াবাড়িতে ফিরছিলেন। সে সময় বাড়ির সামনে অজ্ঞাত কিছু লোকজনকে দেখতে পান। তারা তার কাছে গিয়ে কিছু ওষুধ বিক্রির কথা বলে। তিনি প্রথমে রাজি না হলেও পরে তাদের জোরাজুড়িতে রাজি হন।
সে সময় একজন তার নাকের কাছে একটি স্প্রে করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে ওই ব্যক্তিরা তার শরীর থেকে ও পারস থেকে সোনার অলংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ ৩০ হাজার টাকাসহ দুই লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়। তার ব্যাগে থাকা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায়। পরে ওই বাড়ির ভাড়াটিয়ারা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে কুইন্স হসপিটালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ির লোকজনকে জানিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করেন। পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।