বাংলার ভোর প্রতিবেদক
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, বিগত নির্বাচনগুলোতে বোমাবাজি খুনখারাপি ছাড়া নির্বাচন দেখেনি জনগণ। এখন ভোটের পরিবেশ নিয়ে কথা উঠেনি। এমনকি হেরে যাওয়া প্রার্থীরাও ভোট গ্রহণ নিয়েও কোন মন্তব্য করতে পারেনি। প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে নিয়ে নির্বাচনে দায়িত্বের সঙ্গে কাজ করে সফল হয়েছি। ভবিষ্যতে এই কমিশন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরে সকল নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে নির্বাচনোত্তর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। যশোরের আট উপজেলার নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইসি আহসান হাবিব খান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আহসান হাবিব খান বলেন, যারা গণতান্ত্রিকমনা তারা ভোটের মাঠে আসছে। তারা আগে এসে ভোট দিয়ে যাচ্ছে। নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিচ্ছে। তাদের ভোট দেয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠাতা করছে। এই ভোটে কতটা কাস্ট হলো, এটা দিয়ে মানদণ্ড বিচার করা যায় না। যিনি বেশি ভোট পাচ্ছেন তিনিই বিজয়ী হচ্ছেন।
মধ্যবর্তী নির্বাচনের নতুন কর্মসূচি নিতে যাচ্ছে বিএনপি। আদৌও মধ্যবর্তী সময়ে ভোটের আর কোন সময় আছে কি না এমন প্রশ্নের জবাবে ইসি আহসান হাবিব বলেন, ‘প্রতিটি জিনিস আইন ও বিধির আলোকে হয়। আইন বিধির আলোকেই নির্বাচন হবে। আইন বিধির বাইরে নির্বাচন কমিশন আগেও ছিলো না, ভবিষ্যতেও যাবে না। বাইরে যাওয়ার তো কোন সুযোগ নাই এবং আমরা দেখছিও না। রাজনৈতিক দলগুলো নতুন নেতৃত্ব সৃষ্টি করে। সেই রাজনৈতিক দলের কেউ কেউ নির্বাচনে অংশ নিয়েছে, কেউ নেয়নি। তাতে তো নির্বাচন বসে যায়নি। ফলে নির্বাচন কমিশন আইন বিধির বাইরে যাবে না।’
সুষ্ঠু ভোট গ্রহণে করণীয় ও ভোটার বাড়ানোর জন্যই জেলায় জেলায় নির্বাচনোত্তর মতবিনিময় সভা করা হচ্ছে। এর মাধ্যমে কিভাবে ভোটার বাড়ানো যায়, কি করলে সুষ্ঠু ভোট হবে সেটা নিয়ে নির্বাচন দায়িত্বরত মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছি। এর আগে বিকেল ৫টায় জেলা প্রশাসকের অমিত্রাক্ষর সভাকক্ষে শুরু হয় নির্বাচনোত্তর মতবিনিময় সভা। প্রায় দুই ঘন্টাব্যাপি চলা এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা, উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসাররা।
নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন